জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি
- আপডেট সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জোরেশোরে চলছে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচে’ বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশে করোনাভাইরাস মহামারির ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে গত দু’বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। দু’বছর পর আবার জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামাত। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
গেল দু’বছর করোনার কারণে ঈদ জামাত না হলেও এবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ।
দুই বছরের জমে থাকা ধুলাবালি ধুয়ে-মুছে চলছে আবর্জনা পরিষ্কার-পরিছন্ন করার কাজ। রঙ-তুলিতে সুসজ্জিত করা হচ্ছে মিম্বার। রোজার মাঝামাঝি থেকেই প্রায় দুশো শ্রমিক দিনরাত কাজ করছেন জাতীয় ঈদগাহ প্রস্তুতের জন্য।
সব শ্রেণী-পেশার ধর্মপ্রাণ মানুষ, এবার আগের মতোই ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবে। পুরো মাঠ এখন প্রায় প্রস্তুত।
ঈদগায় একসাথে প্রায় ৫০ হাজার মানুষের নামাজ আদায়ে খাটানো হয়েছে সামিয়ানা। এতে বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না।
নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সেই সাথে ঈদে কাজ থাকবে রেব-পুরিশসহ একাধিক আইন-শৃঙ্খলা বাহিনী। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় হবে ঈদের জামাত।