জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক
- আপডেট সময় : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৬৪০ বার পড়া হয়েছে
ডিবি কার্যালয়ে ‘হেফাজতের নামে আটক’ থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। এক বিবৃতিতে তারা অভিযোগ করে বলেন, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এরই অংশ হিসেবে নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। ছাড়া পাবার পর দুই সমন্বয়ক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আন্দোলন চলমান রাখার ঘোষণা দিলেও তার কিছুক্ষণের মধ্যেই তাদের সেসব পোস্ট ও আইডি উধাও হয়ে যায়। যৌথ বিবৃতিতে সমন্বয়করা জানান, সপ্তাহজুড়ে আলোচিত আন্দোলন প্রত্যাহার করার ভিডিওবার্তা ও ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি ‘জোরপূর্বক’ বলে জানিয়েছেন তারা। সমন্বয়করা বলেন, ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। সারাদেশে ছাত্র-নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রোপাগাণ্ডা ও দমন-পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদের রক্ত বৃথা যাবে না।