জৌলুস হারাচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুরের তাঁতশিল্প
- আপডেট সময় : ০৬:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জৌলুস হারাচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুরের তাঁতশিল্প। সুতার দাম বেশি ও বৈদ্যুতিক তাঁত না থাকায় পৈত্রিক ব্যবসা গুটাতে হচ্ছে তাঁতীদের। এ শিল্পকে বাঁচাতে সরকারি পৃষ্টপোষকতা দাবি করেছেন তারা।
আগের মতো কর্মব্যস্ততা নেই মেহেরপুরের গাংনী উপজেলার রাজাপুরের তাঁত পল্লীতে। প্রায় চার’শ তাঁতি পরিবারের বসবাস করে এ গ্রামে। এর মধ্যে ২৫-৩০ শতাংশ মানুষ এখনও তাঁত শিল্পের সাথে জড়িত।
১০-১৫ বছর আগেও তাঁত পল্লী ঘিরে ছিল চরম ব্যস্ততা। দেশের বড় বড় কাপড়ের বাজারসহ পোড়াদহে দখল ছিল রাজাপুরের তাঁতের শাড়ি, লুঙ্গি ও গামছার। সেই অবস্থা এখন আর নেই। ইলেকট্রিক যন্ত্রপাতি, ফ্যাশনে ভিন্নতা, পোশাকে আধুনিকতার চাহিদা তাঁত শিল্পকে পেছনে ফেলে দিয়েছে বলে মনে করে সংশ্লিষ্টরা।
কাঙ্খিত লাভ না হওয়ায় মহাজনের কাছে ঋণ বেড়ে যাচ্ছে বলে জানান, তারা।
সরকারি সহায়তা পেলে তাঁত শিল্পে সুদিন ফেরার আশা করে, আদি কারিগর পরিবারের সদস্যরা।
সরকারি ঋণ ও প্রণোদনার ব্যাপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন, স্থানীয় সংসদ সদস্য।
আধুনিক যন্ত্রপাতি পেলে ঐতিহ্যবাহী তাঁতশিল্প ঘুরে দাঁড়াবে বলে আশা করে সংশ্লিষ্টরা।