জয়পুরহাটে এক অটো চালককে গলা কেটে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জয়পুরহাটে শফিকুল ইসলাম নামে এক অটো চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।
সকালে সদর উপজেলার দোগাছী-পাকরতলী গুচ্ছগ্রাম মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের দোগাছী-পাকরতলী গুচ্ছগ্রামের একটি ধান ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। অটো ছিনতাই অথবা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
সাভারের আশুলিয়ায় বাদল মিয়া নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুরের দক্ষিণপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।