জয়পুরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু আহত আরো ৪ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন কৃষক।
সকালে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সকালের দিকে কয়েকজন কৃষক বাড়ির পাশে রতনপুর জোড়াপুকুর মাঠে কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি হওয়ায় মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকূপের ঘরের ভেতরে অবস্থান নেন তারা। এসময় বজ্রপাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা কৃষক দেলোয়ার হোসেন দুলাল ও মোফাজ্জল হোসেন মারা যায়। এবং ঘরের ভেতরে থাকা ৪ জন কৃষকও আহত হন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচবিবি থানার ইনচার্জ পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।