জয়পুরহাটে ৫ ও খুলনায় ৩ জনের ফাঁসীর আদেশ দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শিশু অপহরণ ও হত্যার দায়ে জয়পুরহাটে ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে, খুলনার ডুমুরিয়ায় বাদুরগাছা গ্রামে গৃহবধূর টুম্পা হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
জয়পুরহাটের পাঁচবিবির শিশু অপহরণ ও হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তম, বিরেন, টেপলু, রাব্বু ও ওবাইদুল। এর মধ্যে ১ আসামী উত্তম কুমার পলাতক রয়েছেন।
খুলনার ডুমুরিয়ায় বাদুরগাছা গ্রামে গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী অনিমেষসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। ২০১৬ সালের ৭ অক্টোবর নিখোঁজ গৃহবধূ টুম্পা মণ্ডলের মরদেহ পাওয়া যায় দু’দিন পর।
…………
এদিকে, বরিশালে ১১ বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে মা ও তার দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।