জয়ী হতে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অংশ নেয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জয়ী হতে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের। সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। সরকার নাকি দেশকে বিরোধীদলহীন করার চেষ্টা করছে, বিএনপির এই ভিত্তিহীন অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন প্রকৃতপক্ষে গণতন্ত্রের অব্যাহত এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায়। শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তিনি গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি বলেন অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।