জয়ের ধারা ধরে রেখেছে বসুন্ধরা কিংস
- আপডেট সময় : ০৭:৪০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। বিগ ম্যাচে এবার ঢাকা আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রাউল অস্কার।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণ জমে উঠে খেলা। তবে সাফল্য পায় বসুন্ধরা। ১৮ মিনিটে রাউল অস্কারের গোলে লিড নেয় তারা। ২৫ মিনিটে ডিফেন্ডার খালেদের গোলে ব্যবধান দ্বিগুন। প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ঢাকা আবাহনী। বিরতির পরও উজ্জ্বল বসুন্ধরা। ৫১ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফার্নান্দেজ। ৭৬ মিনিটে গোলের হালি পূরন করেন রাউল অস্কার। ৮১ মিনিটে পেনাল্টিতে এক গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি ঢাকা আবাহনী। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে একক আধিপত্য বসুন্ধরা কিংসের। এক ম্যাচ কম খেলা আবাহনী ২২ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। এদিকে, আরেক ম্যাচে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়েছে বারিধারা।