জয় দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জয় দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করলো ভারত। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ৫০ রানের বড় ব্যবধানে। সাউদাম্পটনে ভারতের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
টস জেতা ভারতকে বড় সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও দ্বীপাক হুদা। ইশান কিশান ও রোহিত শর্মার দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন এই তিন ব্যাটার। সর্বোচ্চ ৫১ রান করেন হার্দিক পান্ডিয়া। ৩৯ রান আসে যাদবের ব্যাট থেকে। ৩৩ রান করেন দ্বীপাক। জবাবে কখনোই জয়ের পথে ছিলো ইংল্যান্ড। বৃথা গেছে মাঝে মঈন আলীর ৩৬ রান আর ও হ্যারি ব্রোক্সের ২৮ রানের চেস্টা। ২৬ রানে অপরাজিত ছিলেন ক্রিস জর্দান। ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ইংলিশ শিবিরে ধস নামান ম্যাচসেরা হার্দিক পান্ডিয়া। বার্মিংহামে দু’দলের দ্বিতীয় টি-টুয়েন্টি শনিবার।