জয় বাংলাকে জাতীয় শ্লোগান করা রিটের বিষয়ে ১ মার্চের মধ্যে রায় দেয়া হবে

- আপডেট সময় : ০২:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জয় বাংলাকে জাতীয় শ্লোগান এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মর্যাদা রক্ষায় করা রিটের বিষয়ে ১ মার্চের মধ্যে রায় দেয়া হবে। রাষ্টপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এমনই জানিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা নিয়ে এই মন্তব্য করেন। এর আগে ঐতিহাসিক এই দুটি বিষয়ে করা রিটের গুরুত্বপূর্ণ দালিলিক নথি আদালতে উপস্থাপনের জন্য সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপক্ষকে চূড়ান্তভাবে সময় দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জানায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়। অনেক দালিলিক নথি গায়েব করে দেয়া হয়। সব নথি সন্নিবেশিত করে এই মামলায় তুলে ধরার জন্যই সময় চাওয়া হয়েছে। আইনজীবীরা জানান, জয় বাংলাকে জাতীয় শ্লোগান, ৭ই মার্চকে ঐতিহাসিক দিবস হিসেবে স্বীকৃতিসহ সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণ স্থলে বঙ্গবন্ধুর তর্জনী উত্তোলিত প্রতিমূর্তি নির্মাণের দাবিতে রিট দুটি করা হয়।