ঝালকাঠিতে আরো দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা
- আপডেট সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে আরো দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে প্রথমে এক নারীর, পরে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সকালে উদ্ধারকৃত মৃত নারীর বয়স ৪০ বছর হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা জানান, মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ। সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানিকসুন্দর এলাকা থেকে অপর এক যুবকের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এদিকে, আরও ৫ দিন সময় চেয়েছে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। আজ উদ্ধার হওয়া নারী যদি ওই ঘটনায় মারা যান, তাহলে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াবে ৪৫ জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ অনেকে।