ঝালকাঠির রাজাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এসময় ২৫ যাত্রী ও শ্রমিক আহত হয়।
পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহি বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিকবাহি ট্রাক আসছিলো। বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনা সামনি ধাক্কা দেয়া। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস- ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হয়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আশঙ্কাজনক ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে।