ঝিনাইদহের উজলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট
- আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের খালিশপুর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার স্কুলছাত্র মিলন হোসেন মোটর সাইকেল যোগে খালিশপুর যাচ্ছিল। পথে খালিশপুর পেট্রোপাম্পের সামনে পৌঁছালে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিখন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
ঝিনাইদহের মহেশপুরের উজলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে আবারো হামলা ও মারধর আতংকে বাড়িছাড়া কয়েকটি পরিবার।
ভুক্তভোগীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বর্তমান মেম্বর মিলন ও সাবেক মেম্বর মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মেম্বর মিলনের অনুসারীদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় প্রতিপক্ষ। এ ঘটনায় রানাসহ ৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করলে আদালত থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলে। মহেশপুর থানার এস আই আসাদ তদন্ত শুরু করেছে। এদিকে আবারো হামলা আতংকে বাড়িছাড়া রয়েছে কয়েকটি পরিবার। সঠিক তদন্ত ও সিসি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের আইনের আওতা আনার দাবী ভুক্তভোগীদের।