ঝিনাইদহের জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে ২০ জন মায়ের
- আপডেট সময় : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
মা’ শব্দটা ছোট হলেও ত্রিভুবনের যেন এর চেয়ে মধুর শব্দ আর নেই। জীবনের সবটুকু দিয়ে সন্তানকে বড় করলেও নানা কারনে সেই মায়ে’র স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ছোট্র বৃদ্ধাশ্রমে ঠাই হয়েছে এমনই ২০ জন মায়ের।
শারিরীক ভাবে অচল হওয়ায় ঠিক মত খাবার দিত না ছেলের বৌ। একবার আম আর দুধভাত খেতে চেয়েছিলেন তিনি। দুধ থাকা স্বত্তেও খেতে দেয়নি তাকে। সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন যশোরের আছিয়া বেগম। মনে কস্ট থাকলেও সন্তানরা যেন সুখে থাকে সেই দোয়া করেন তিনি।
আছিয়া বেগম।
আছিয়া বেগমের মত আরও অসহায় ১৯ বৃদ্ধা মায়ের স্থান হয়েছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ছোট্ট এই বৃদ্ধাশ্রমে। এখানেই বসবাস করছেন বৃদ্ধা ২০ জন মা। ঠিক মত খাবার, শাড়ী-কাপড়, ঔষধসহ সবই পাচ্ছেন তারা।
বাড়িটির ২য় তলার সম্পন্ন করতে পারলে আরও ২০ জন মা’কে রাখা যেত এই বৃদ্ধাশ্রমে।
বর্তমানে বৃদ্ধা শ্রমটিতে মায়েদের প্রতিদিনের খাবারের জন্য চাল এবং বাজার খরচ দেওয়া হয়। আগামীতে সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি।
২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সর্বমোট ২৫ জন মা এখানে বসবাস করেন। ৫ জন মারা যাওয়ায় বর্তমানে ২০ জন বসবাস করছেন। তাদের বাড়ী ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।