ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে হরিণাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাশেদ মাজমাদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চুসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এসময় বক্তারা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে লালন করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।