ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ২১৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুন্সিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে সহিংসতার অভিযোগে মেহেরপুরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সন্ধ্যায় ঝিনাইদহের হামদহ ঘোষপাড়ায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বরুণ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন।
মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থক ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে শিলইয়ের মধ্যকান্দি এলাকায় ঘটনা ঘটে। এতে শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তার স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হয়েছেন।
মেহেরপুর-১ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রতীকের ১৮ কর্মীকে মারধরের ঘটনায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নৌকার সমর্থক আলতাব হোসেন বাদী হয়ে মুজিবনগর থানায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসকে ১ নাম্বার আসামি করে মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।