ঝিনাইদহে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গতকাল রাতে সদর উপজেলার পানামী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী বাবুল মন্ডল জানান, তার বাড়ির পাশের পুকুরে তিনি মাছ চাষ করে আসছেন। সোমবার সকালে মাছের খাবার দিতে গেলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন। এতে তার প্রায় দু’লাখ টাকার ক্ষতি হয়েছে। বাবুল মন্ডলের অভিযোগ, প্রতিবেশী ছমিরের সাথে বেশ কয়েকদিন ধরে তার পরিবারের বিরোধ চলে আসছিল। রাতে সে ও তার লোকজন পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।