ঝিনাইদহে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন আক্রান্তরা
- আপডেট সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন আক্রান্তরা। আক্রান্ত; নাকি আক্রান্ত না- এ নিয়ে উৎকন্ঠায় দিন কাটছে তাদের। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় পজেটিভ আবার একই রোগীর নমুনা ঢাকায় আইইডিসিআরের পরীক্ষায় নেগেটিভ হওয়ায় চরম উদ্বিগ্ন তারা। এ ধরণের গুরুতর বিষয়ে স্বাস্থ্য বিভাগকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রশাসনের সংশ্লিষ্টরা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনায় আক্রান্ত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো নমুনায় তাদের করোনা ধরা পড়ে। কিন্তু অনেকের কোন উপসর্গ দেখা না দেয়ায় এবং অসুস্থ হয়ে না পড়ায় শৈলকুপাসহ অন্য জেলার আক্রান্ত ৩০ জনের নমুনা আবারো সংগ্রহ করে পাঠানো হয় ঢাকায় আইইডিসিআরে। শুক্রবার সেখান থেকে আসা ১৫টি রিপোর্টে দেখা যায়, আগের আক্রান্ত সবারই রিপোর্ট নেগেটিভ।
দু’দিনের ব্যবধানে সংগ্রহ করা নমুনায় রিপোর্ট পাল্টে যাওয়ায় দ্বিধা-দ্বন্দে পড়েন ভুক্তভোগিরা।তবে এলাকাবাসী বলছেন, কোয়ারেন্টাইন পিরিয়ড দু’এক জনের শেষ হতে পারে; ১৫ জনের নয়। স্বাস্থ্য বিভাগকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।
প্রথম দিনে হাতে পাওয়া আগের রিপোর্টে আক্রান্ত ১৫ জনের সবার নেগেটিভ রিপোর্ট আসার তথ্য স্বীকার করলেন জেলা প্রশাসকও। দুই ল্যাব থেকে দুই প্রকার রিপোর্ট আসার সঠিক কারণ জানাতে পারেনি ঝিনাইদহের সিভিল সার্জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শুক্রবার পর্যন্ত জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬০৩টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩১৯ টির।