ঝিনাইদহে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন
- আপডেট সময় : ০৭:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ রায় দেন।
২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জেরে গলা কেটে হত্যা করে আসামীরা। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার আসামী আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বার ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় ৫ জনকে। দন্ডপ্রাপ্ত আসামী ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছে।
নাটোরে হেরোইন সংরক্ষণ ও বিক্রির অপরাধে কাজল বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে, তার স্বামী খায়রুল ইসলামকে খালাস দেয় আদালত। নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফউদ্দীন এই আদেশ দেন।