ঝিনাইদহে ছাত্রলীগের ধাওয়ায় লরির সাথে ধাক্কা লেগে ৩ কলেজ ছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ছাত্রলীগের ধাওয়ায় প্রাণ বাচাঁতে গিয়ে লরির সাথে ধাক্কা লেগে ৩ কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল রাতে সদরের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ছাত্র সংসদের ভিপি মুরাদ হোসেন, সাধারণ শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এবং সমরেশ বিশ্বাস।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা ডিগ্রী বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনের নেতৃত্ব দেয়া নিয়ে কলেজের সাবেক শিক্ষার্থী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ফাহিম আহমেদের সাথে বর্তমান জিএস সজীবের বিরোধ চলছিল। এরই জেরে জোহান পার্কে সামনে পৌঁছালে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সজিবসহ কয়েকজন গুরুতর আহত হয়। হামলা থেকে বাঁচতে দিয়ে ভিপি মুরাদসহ তিন জন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লাগলে মৃত্যু হয় তাদের। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে…যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরহী তিন কলেজছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিবার জানায়, গতকাল চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাতে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল দুটি চাপা দিয়ে টেনে হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। যশোর থানার ওসি তাজুল ইসলাম নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- যশোর সদরের এড়েন্দা গ্রামের আসিফ, দূর্গাপুর গ্রামের আরমান ও একই গ্রামের সালমান হোসেন। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তিনছাত্র সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ঘাতক ট্রাক চালককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।