ঝিনাইদহে জরাজীর্ণ সেতু ও রেললাইন দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

- আপডেট সময় : ১০:৩৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জরাজীর্ণ সেতু ও রেললাইন দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপার, রেললাইনে নেই পর্যাপ্ত পাথর। কর্তৃপক্ষ বলছে, কোথাও কোন রেলসেতু বা লাইনে সমস্যা থাকে তাহলে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ঝিনাইদহে নড়বড়ে রেলসেতু, নষ্ট কাঠের স্লিপার এমনকি পাথরবিহীন লাইনের ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।অনেক স্থানে রেললাইনের পাতে করা হয়েছে ঝালাই, আবার কোথাও কোথাও খুলে গেছে নাট। নষ্ট স্লিপার আর রেললাইনে পর্যাপ্ত পাথর না থাকায় হেলে-দুলে চলে ট্রেন। আর রেল ক্রসিং এর বেশির ভাগ জায়গায় গেট ও গেটম্যান নেই।
ঝিনাইদহ জেলায় রয়েছে ৫টি রেলষ্টেশন । বারোবাজার. মোবারকগঞ্জ, সুন্দরপুর, সাফদারপুর ও কোটচাঁদপুর স্টেশনের মাঝে ১০টি ছোট-বড় রেলসেতুর অধিকাংশই ঝুঁকিপূর্ণ। সেতুতে নড়াচড়া ঠেকাতে দেয়া হয়েছে বাঁশ ও টায়ার।
তবে সহকারী স্টেশন মাস্টার জানালেন, সমস্যা সমাধানে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। যেকোন সময় বড় ধরনের রেল দুর্ঘটনা এড়াতে, কর্তৃপক্ষ শিগগিরই যথাযথ পদক্ষেপ নেবে। এমনটাই প্রত্যাশা ঝিনাইদহের সচেতন মহলের।