ঝিনাইদহে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত
- আপডেট সময় : ০৪:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ভোরে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে পিকআপ ভ্যানটি বরিশাল যাচ্ছিল।পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালুভর্তি একিট ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।এতে পিকআপ চালক ও সহকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত চালক বিল্লাল হোসেন পাবনার ভাঙ্গুড়া ও সহকারী খোকন মিয়া সিরাজগঞ্জের তাড়াশের বাসিন্দা।
সাভারের বলিয়ারপুরে সেফ লাইন বাসের ধাক্কায় ফারহানা ইসলাম নিপা নামের আরো এক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে পরমানু শিক্ত গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৫ জন। এ দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৬ জন।