ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ১০ জন আহত হয়েছে।
দুপুরে কালীগঞ্জের দুলাল মুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর বিসমিল্লাহ পরিবহণের একটি বাস কালীগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।