ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার হচ্ছেন প্রায় সোয়া লাখ গ্রাহক
- আপডেট সময় : ০৭:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ভূতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার হচ্ছেন প্রায় সোয়া লাখ গ্রাহক। করোনার কারণে মিটার না দেখেই বিদ্যুৎ বিল করার গুরুতর অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অনিয়ম থেকে বেরিযে এসে, সঠিক বিল করার দাবী জানিয়েছেন গ্রাহকরা। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঝিনাইদহে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে প্রতিনিয়ত হয়রানি ও বিপাকে পড়ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের হাজার হাজার গ্রাহক। তিন মাস আগে বিল এসেছে তিনশ’ থেকে পাঁচশ’ টাকা। এখন তা দাঁড়িয়েছে ১৫শ’ থেকে দু’হাজার টাকায়।
গ্রাহকদেরে অভিযোগ, বিদ্যুৎ অফিসের মিটার রিডাররা ঘরে বসে বিল তৈরী করেছে। দুই থেকে তিন গুন বেশি বিল আসায়, বেকায়দায় পড়তে হয়েছে তাদের। সমস্যা সমাধানে, প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে, যোগাযোগ করছে ভুক্তভোগিরা। কিন্তু, সেখানেও তাদের হয়রানি করা হচ্ছে বলে জানান তারা।
গ্রাহকদের অভিযোগের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, ঝিনাইদহে কোম্পানিটির নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে, জেলা সদর, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে কোম্পানিটির গ্রাহক সংখ্যা এক লাখ ২৫ হাজার।