ঝিনাইদহে শীতের আগেই বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ
- আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে শীতের আগেই বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। প্রতিদিন সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে গড়ে ৩০ থেকে ৩৫ জন শিশু ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীদের ভীড় বাড়ছে। বাড়তি এই রোগীর সেবা দিচ্ছেন মাত্র এক জন নার্স। দুই জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র এক জন। গত কয়েকদিনে বেড়েছে নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। ৮ শয্যার বিপরীতে ভর্তি আছে ১১২ শিশু। এর বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ শিশু ভর্তি হচ্ছে।
ঋতু পরিবর্তনের কারণেই এ সমস্যা হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
মাসের শুরু থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সদর হাসপাতালের বহির্বিভাগেই শুধু চিকিৎসা নিয়েছে সাড়ে ৫শ’ শিশু। এর প্রায় ৭০ ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত।