ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কাটা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কাটা শুরু হয়েছে।
সকালে সদর উপজেলার গাগান্না গ্রামের প্রকল্প এলাকায় ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, বিভাগের কর্মকর্তা এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, শ্রমিক সংকট নিরসন ও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে সমলয় পদ্ধতিতে ধানের আবাদ করা হচ্ছে। এটি মুলত নির্দিষ্ট সময়ে একই এলাকার সকল কৃষক একসাথে ধানের চারা রোপন, পরিচর্যা ও কাটার উদ্যোগ নিয়ে থাকে । ধান আবাদে ব্যবহার করা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার আর কাটতে ব্যবহার করা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন।