ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনায় দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও জেলা পুলিশের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
পুলিশ জানায়, আদালতের বিস্ফোরণের ঘটনায় এক জন মারা গেছেন। আহত হয়েছে আরো ৩জন। আহতদের মধ্যে আজাদ রহমান ঝিনাইদহ সদর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য রাজিব আহমেদ ও মোস্তাক আহমেদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনায় ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের পক্ষ থেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড বৈজয়ন্ত বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি দুটিকে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে।