ঝিনাইদহ ও মাগুরায় কৃষি উপকরণ বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও মাগুরায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ প্রনোদনা বিতরণ করা হয়। সরকারের রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো উচ্চ ফলনশীল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৬ হাজার ৮শ’ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ধান বীজ বিতরণ করা হয়।
মাগুরায় ৬০ জন কৃষকের মাঝে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট- বিনা উদ্ভাবিত বিনা মসুর-৮ ও ১০ এর বীজ, সার ও আনুষঙ্গিক সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সকালে মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুরে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়। বক্তারা জানায়, উন্নত জাতের মসুর ডাল চাষ করে কৃষকরা অধিক উৎপাদন করে বেশী লাভবান হচ্ছেন।