ঝিনাইদহ শহরে ব্যতিক্রমি দোকান ‘বিদায় স্টোর’
- আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
প্রতিটি মানুষের জন্য একবারই খরিদ হয় দাফনের কাপড়…সে দোকানের নাম বিদায় স্টোর। স্বজনের জন্য খুশি মনে নয় হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে কেনাকাটা করা হয় এই দোকানে। যেখানে বিক্রয় করা হয় আতর, গোলাপজল, আগরবাতি, সুরমা, কাফনের কাপড়, চাটায় ও বাঁশ। এমনই এক ব্যতিক্রমি দোকান প্রতিষ্ঠিত হয়েছে ঝিনাইদহ শহরে।
ঝিনাইদহ শহরের পৌর গোরস্থানে পাশে অবস্থিত দোকান। যার নাম বিদায় স্টোর। প্রতিদিনই কেউ না কেউ স্বজনের শেষ বিদায়ের উপকরণ কিনতে আসে। প্রতিটি মানুষের জন্য এই দোকানে একবারই বাজার করতে আসেন তার স্বজনরা। ক্রেতারা নিজের ইচ্ছামত পণ্যের যে মূল্য দেন তা নিয়েই খুশি বিক্রেতা।
শেষ বিদায়ের বাজার করতে কারও কাছে যদি টাকা না থাকে তবুও বিক্রেতা খুশি মনে তাদের সন্তুষ্ট করে ফেরান। এমন দোকান করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন দোকানী।
মানুষের শেষ বিদায় ক্ষণে কিছু করতে পেরে নিজের মনের কাছে তৃপ্তি পান দোকানদার। ১২ বছর ধরে গোরস্থানের পরিচর্যার কাছে নিয়োজিত দোকানী শহীদ। চাটায় ও বাঁশ নাম মাত্র মূল্যে বিক্রয় করে থাকেন।