কুসিক নির্বাচনে ১০৫ কেন্দ্রের মধ্যে ৮৯টিই ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরশেন নির্বাচনে আজ মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। এবার ১০৫ কেন্দ্রের মধ্যে ৮৯টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে ভোটারদের মনে উদ্বেগ-উৎকন্ঠার পাশাপাশি রয়েছে ইভিএমে ভোট দেয়ার কৌতুহল। ভোটারদের আস্থা অর্জন করতে চায় বলে জানিয়েছে প্রশাসন। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইনের প্রতিবেদন।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৯ টিকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে প্রশাসন ও নির্বাচন কমিশন। এর মধ্যে সদর দক্ষিণে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের ৩২টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সবোর্চ্চ নিরাপত্তা বেষ্টনিতে ঢেকে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে পুলিশের ২১টি টহল টীম ও ১৫টি স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে।
ভোট কেন্দ্রে যেনো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রাখার দাবি সাধারন ভোটারদের।
আওয়ামী লীগ প্রার্থী কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ন মনে করেন না। তবে অন্য প্রার্থীরা কিছু কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ন বলে দাবি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সব কেন্দ্রকে সমানভাবে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ভোটের দিনে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নগরী।
আর জেলা প্রশাসক বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট ও ১২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
রিটার্নিং অফিসার বলেন, কোন কেন্দ্রকেই কম গুরুত্ব দেয়া হবে না।
নির্বাচনের দিন মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স, বিজিবির টহল টিম, রিজার্ভ ফোর্স ও ভ্রাম্যমান আদালত সার্বক্ষনিক মাঠে থাকবে।