টঙ্গীর তুরাগ তীরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টঙ্গীর তুরাগ তীরে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।
সকালে টঙ্গী আবদুল্লাপুর ব্রিজের নিচ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদের অংশ হিসেবে তুরাগ নদীতে নির্মিতব্য বিআরটি প্রকল্পের মাটি অপসারণ এবং ভাসমান নৌকা সরিয়ে ফেলা হয়। অভিযানে নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন ও ডিএমপি অংশ নিয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, আব্দুল্লাহপুর ব্রিজ থেকে টঙ্গী রেল ব্রিজ পর্যন্ত নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে। এ অংশে একাধিকবার উচ্ছেদ কার্যক্রম করা হলেও দখলদাররা আবার স্থাপনা গড়ে তোলে।