টাঙ্গাইলের ঘাটাইলে বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাঁচ বছরের এক শিশুকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।