টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত
- আপডেট সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল খান ও নাইম খান নামে দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে রানা নামে আরো এক কলেজ শিক্ষার্থী।
গতকাল উপজেলার ছনখোলা-আলোকদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল, নাইম ও রানা তিন বন্ধু রাত ৮টার দিকে ঘাটাইলের ছনখোলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বেপোরোয়া গতিতে চালানো মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে পাকা সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে শাকিল খান ও নাইম খান মারা যান।
সাতক্ষীরার তালা উপজেলার যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেপড়ে সাজ্জাদ আলী সরদার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরো ৭ যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে গেছে বাস চালক ও সহযোগি।