টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাথরঘাটা বংশাই নদীর উপর ব্রীজ নেই

- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাথরঘাটা বংশাই নদীর উপর ব্রীজ নেই।এতে তিন উপজেলার মানুষের সড়ক যোগাযোগ চরমভাবে ব্যবহৃত হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবী ভূক্তভোগীদের। স্থানীয় জন প্রতিনিধি বংশাই নদীর উপর সেতুর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন।
টাঙ্গাইলের বাসাইলে শুষ্ক মৌসুমে নদীর উপর বাশের সাকো ব্যাবহার করে পায়ে হেটে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে খেয়া পারাপারই একমাত্র ভরসা। ফলে কোমলমতি শিক্ষার্থীসহ নারী ও বৃদ্ধ বয়সী মানুষজন খেয়া পারাপার হতে গিয়ে প্রতি বছরই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হানিরও ঘটনা ঘটছে।
খেয়া পার হতে গিয়ে শিক্ষার্থীর ঝুকির সম্মুখীন হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম।
এদিকে বাসাইল উপজেলা চেয়ারম্যান দূর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যেই বংশাই নদীর উপর এই সেতুটি টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন।
বংশাই নদীর খেয়া দিয়ে প্রতিদিন মির্জাপুর, বাসাইল ও সখীপুরের অন্তত শতাধিক গ্রামের ২০ হাজারের বেশি মানুষ চলাচল করে।