টাঙ্গাইলের মির্জাপুরে লোহার পাত ভর্তি একটি ট্রাক উল্টে ৩ জন নিহত
- আপডেট সময় : ১২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লোহার পাত ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উল্টে যায়। এ সময় ট্রাকের উপর থাকা ৩ যাত্রী লোহার পাতের নিচে চাপা পরে নিহত হয়। এ ঘটনায় আহত ২ জনকে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়েছে।
ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার খড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার বিষয়খালী গ্রামের নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলম বাইসাকেলে করে বাড়ী থেকে বের হয়ে কাজের সন্ধানে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি মাইত্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে মারা যায়।