টাঙ্গাইলের হাতিয়ায় পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের হাতিয়ায় পিকআপ-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত হয়েছে। নওগাঁর মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও দুই ব্যবসায়ীর।
সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালীহাতিতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় মহাসড়কের হাতিয়ায় বিপরীতদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালকসহ ঘটনাস্থলেই ৩ জন মারা যান। অ্যাম্বুলেন্স ও পিকআপে থাকা আরও ৭ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ নারী। আরও ২ জনের অবস্থা আশংকাজনক।
নওগাঁর মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার সুতিহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, এসময় আহত হন তিনজন।