টাঙ্গাইলে একআনী খালে ফেলা হচ্ছে পোলট্রি ও ডেইরী ফার্মের বর্জ্য
- আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে একআনী খালে ফেলা হচ্ছে প্লোট্রি ও ডেইরী ফার্মের বর্জ্য। স্থানীয় প্রভাবশালীরা এই কাণ্ডের ইন্ধনদাতা বলে জানা যায়। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিবাদ করেও বর্জ্য ফেলা বন্ধ করতে না পেরে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসন বলছে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলের কালিহাতীর সল্লা ইউনিয়নের ঘুলিয়াদহ এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে একআনি খাল। এই খালে বাঁধ দিয়ে খালের প্রবাহ বন্ধ করা হয়েছে অনেক আগে। গত ৫ বছর যাবৎ ৪টি লেয়ার মুরগির ফার্ম ও ২টি গরুর ফার্মের বর্জ্য প্রতিনিয়ত ফেলে আসছে স্থানীয় প্রভাবশালী জলিল আকন্দ ও আল-আমীন আকন্দ নামের দুই ভাই।
খালটিতে বর্জ্য ফেলায় বাধাগ্রস্থ হচ্ছে পানির প্রবাহ। খালের পানি দূষিত হওয়ায় স্থানীয়রা গোসল করতে পারছেন না।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে তদন্ত করে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে।
বংশাই নদীর শাখা এই একআনি খালে প্রায় ৫ কি.মি এলাকাজুড়ে ১০টিরও অধিক স্থানে ফেলা হচ্ছে মুরগি ও গরুর ফার্মের বর্জ্য।