টাঙ্গাইলে দ্বিতীয় ধাপে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি না মানায় টাঙ্গাইলে দ্বিতীয় ধাপে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও, মানা হচ্ছে না কোন প্রকার নিয়মনীতি। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেও কোন কাজ হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে স্বাস্থ্য বিভাগ বার বার তাগিদ দিচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে যে কয়টি জেলায় দ্বিতীয় ধাপে করোনা অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল তার অন্যতম। অতিমাত্রায় ঝুকিতেঁ থাকা সত্বেও স্বাস্থ্য বিধি মানছে না বেশির ভাগ মানুষ। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ৪৮ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ফেব্রুয়ারী মাসে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭, মার্চে রোগীর সংখ্যা হয় প্রায় ৪গুণ। করোনায় আক্রন্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও বেশির ভাগ মানুষের মধ্যেই তেমন কোন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও জনসমাগম এড়িয়ে চলতে সব ধরনের সভা সেমিনার, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান নিরুউৎসাহী করা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে মানা করছেন এই কর্মকর্তা।
জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪০ হাজার ৯৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৭৮৭ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ৬৬ জন।