টাঙ্গাইলে বোরো আবাদে লোকসানে পড়েছে চাষীরা
- আপডেট সময় : ০৪:২০:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে এবার বোরো আবাদে লোকসানের মুখে পড়েছে চাষীরা। বিঘা প্রতি প্রায় ৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে তাদের। বাজারমূল্য কম থাকায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহারেও কৃষকরা কমাতে পারছেন না লোকসানের পাল্লা। তাদের দাবি, লোকসান জেনেও নিরুপায় হয়েই ধান চাষ করতে হচ্ছে। তবে কৃষকের লোকশান মানতে নারাজ কৃষি বিভাগ।
টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার কৃষক আমজাদের ৩ বিঘা জমিতে ধান চাষে খচর হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। অন্যদিকে যে পরিমাণ ধান ঘরে তুলেছেন তার সর্বোচ্চ বাজারমূল্য ২৮ হাজার টাকা।
১২ হাজার টাকা লোকসানে পড়েও পেটের দায় ধান চাষ করতে হচ্ছে- বলছেন এই কৃষক।
প্রায় একই অবস্থা জেলার সব চাষীর। উৎপাদন খরচের থেকে বিক্রি মূল্য কম হওয়ায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহারেও সুফল পাচ্ছেন না তারা।
৯ শো থেকে এক হাজার টাকা শ্রমিকের মুজুরী দিতে হচ্ছে। সঙ্গে ৩ বেলা খাবার । এতে চাষীদের মূলধন উঠছে না -বলছেন শ্রমিকরাও
শ্রমিকের মূল্য বেশি হলেও উপকরনের দাম কম থাকায় ধানে লোকসান হবে না। এ জন্য প্রতিবছর ধান চাষের আগ্রহ বাড়ছে- দাবি কৃষি বিভাগের।
টাঙ্গাইলে এবার লক্ষমাত্রা ছিলো ১ লাখ ৭১ হাজার ৫’শ হেক্টর । আর চাষ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৫৩ হেক্টর।