টাঙ্গাইলে সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় ব্যাটারী চালিত অটোরিক্সা বোঝাই ১৬ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় জনগণ। এ ঘটনায় অটো ড্রাইভারকে আটক করেছে জনগণ।
সকালে ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও সরকারি লোগো সম্বলিত খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে চাল বিতরণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কতিপয় ডিলার ও জনপ্রতিনিধি দুস্থ মানুষের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড কৌশলে আটকে রেখে তাদের বরাদ্দকৃত চালগুলো কালোবাজারে বেশী দামে বিক্রি করে দেয়।