টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের মানুষ। চলতি বছরের বন্যার সময় থেকে পানি আসার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। কবরস্থান মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনজীবী শাহানারা বেগম ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ও হত্যার হুমকির প্রতিবাদে লাকি আক্তার সহ তার সহযোগিদের গ্রেফতার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে উপকূলের সাধারণ শিক্ষার্থীরা।
পঞ্চগড়ে ২য় চা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক শাখার উদ্যোগে চা মেলা, রেলী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম বেলুন উড়িয়ে চা মেলার উদ্বোধন করেন।