টানা অবরোধ-হরতালের নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থল বন্দরে
- আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
টানা অবরোধ-হরতালের নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থল বন্দরে। কর্মসূচিকে ঘিরে জ্বালাও-পোড়াও চলতে থাকায়, দেখা দিয়েছে ট্রাক সংকট। এতে পণ্যজটের আশংকা করছেন ব্যবসায়ীরা। আবার ট্রাক মিললেও তাদের গুণতে হচ্ছে বাড়তি অর্থ। তবে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে রাজস্ব আদায় কমার আশঙ্কা রয়েছে।
বিএনপি জামায়াতের লাগাতার অবরোধ হরতালের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বৃহত্তম বেনাপোল স্থল বন্দরে। ট্রাক সংকটের কারণে পণ্য খালাস ও পরিবহনে সমস্যা হচ্ছে।অক্টোবর মাসে ১২ হাজার ট্রাক পন্য নিয়ে গেলেও, নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ৮/৯ হাজার। হরতাল-অবরোধের আগে প্রতিদিন ৩শ থেকে চারশ ট্রাক বন্দর থেকে বের হলেও এখন তা নেমে এসেছে ২০০টিতে।
ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধের কারণে বন্দরে দেখা দিয়েছে ট্রাক সংকট। এতে পণ্যজটের আশংকা করছেন তারা।
বন্দরে ট্রাক সংকটের কথা স্বীকার করে ট্রাফিক পরিচালক বলেন, এতে ভাড়া বেড়েছে।তবে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
পণ্য পরিবহন কমে যাওয়ায় বন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।