টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট সময় : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করার পরে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করা। এদিকে শপথ গ্রহণের পর পরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট বার্তায় মমতা ব্যানির্জকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
করোনা আবহে ৫০ জন অতিথি নিয়ে অনাড়ম্বর আয়োজন ছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠান। এতে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর একাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হলেও দেখা যায়নি কাউকেই। যদিও তৃণমূলের প্রথম সারির প্রায় সকল নেতারাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মমতাকে বাংলায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।
অনুষ্ঠানে ভোট-পরবর্তী সহিংসতার বিষয়ে কথা বলেন রাজ্যপাল । মমতাকে ‘ছোট বোন’ সম্বোধন করে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান তিনি।
বাংলা কখনোই সহিংস আচরন পছন্দ করে না উল্লেখ মুখ্যমন্ত্রী বলেন, হিংসাকে কোনও ভাবেই প্রশ্রয় দেয়া হবে না। এসময় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
শপথ নেয়ার পর মূখ্যমন্ত্রীর নিজ দপ্তর নবান্নে করোনা মোকাবিলায় উদ্যোগ নিতে নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেন মমতা। করোনার চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সংবাদ সম্মেলনে নতুন নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী।