টানা তৃতীয় দিনের মতো রাজধানীতে প্রবেশ করছে শ্রমিকরা
- আপডেট সময় : ০৮:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে গার্মেন্ট কারখানা খোলায়, টানা তৃতীয় দিনের মতো রাজধানীতে প্রবেশ করছে শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে বাড়তি ভাড়ায় ফিরছেন তারা। সড়কে চলাচলের পথে স্বাস্থ্যবিধি না মানায় যাতায়াতের পথেই শ্রমিকরা করোনায় সংক্রমিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এরপরও চাকুরি বাঁচাতে জীবনের ঝুঁকি উপেক্ষা করে রাজধানীতে ফিরছেন শ্রমিকরা। তাই জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহনের পাশাপাশি গার্মেন্ট শ্রমিকদের প্রবেশে বাধা দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
করোনা সংক্রমণ ঠেকাতে এক মাস ধরে লকডাউনে রাজধানীসহ গোটা দেশ। এমন পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প মালিকদের সংগঠনগুলোকে তিন ধাপে শিল্প-কারখানা খোলার নির্দেশনা দেওয়া হয়। কারখানা খোলার খবরে শনিবার থেকেই শ্রমিকেরা কর্মস্থলের দিকে ছুটতে শুরু করে। ঢাকামুখী শ্রমিকদের ঢল এখনো বিভিন্ন সড়ক মহাসড়কে।
রাজধানীর প্রবেশ পথে ঢাকায় ফেরা শ্রমিকদের আনাগোনা চোখে পড়ার মতো। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে বাড়তি ভাড়ায় ফিরছেন তারা। জরুরি সেবা ও পণ্য পরিবহনের মতো গার্মেন্ট শ্রমিকদের চলাচলেও পুলিশ বাধা দিচ্ছেন না।
তবে গার্মেন্ট শ্রমিদের সাথে মিশে অনেক কম গুরুত্বপূর্ণ কাজেও রাস্তায় চলাচল করছে সাধারণ মানুষ। তাই পুলিশের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকায় আসার কারণ জানতে চায় সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে জরুরি কাজের স্বপক্ষে প্রমাণপত্র দিতে পারলে ছেড়ে দেয়া হয়। কম গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেকে ঘর থেকে বেরিয়েছেন।
খুলে দেওয়া কলকারখানায় স্বাস্থ্যবিধি মানা হলেও, শ্রমিকরা যাতায়াতের পথেই সংক্রমিত হওয়ার শঙ্কা বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা।