টানা দেড় ঘন্টা চেষ্টার পর অবেশেষ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুণ নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
টানা দেড় ঘন্টা চেষ্টার পর অবেশেষ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান প্রাথমিক ভাবে এসির বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ঘটনার সময় মামলার কার্যক্রম পরিচালনা করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। এসময় পুরো এজলাশ কক্ষ ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে মামলার নথিপত্র সরিয়ে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে।