টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলো আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলো আর্সেনাল। এভারটনের কাছে ২-১ গোলে হেরেছে মিকেল আর্তেতার দল।
গুডিসন পার্কে ম্যাচের শুরুতেই আর্সেনালের কঠিন পরীক্ষা নেয় এভারটন। তবে প্রথমার্ধের শেষদিকে মার্টিন ওডেগার্ডের গোলে ডেডলক ভাঙে আর্সেনাল।
৭৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের গোলে সমতায় ফেরে এভারটন। আর ম্যাচের অতিরিক্ত সময়ে দেমারাই গ্রের ডি বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শটে কপাল পোড়ে আর্সেনালের। ২-১ ব্যবধানের জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে উঠে এসেছে এভারটন। বিপরীতে সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান আর্সেনালের।