বর্ষণ ও উজানে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি
- আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। অপরিকল্পিত বাঁধের ফলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে বাঁধ নির্মাণে অনিয়ম হয়ে থাকলে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। রাস্তা-ঘাট তলিয়ে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারও মানুষ।
এদিকে.. উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় ফসল রক্ষা বাঁধের ফলে ঢলের পানি দ্রুত সড়তে পারছে না। পানি নিষ্কাশনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড ছাড়াও বিভিন্ন দপ্তরের অধীনে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হয়েছে, এতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ডের অধীনে যদি অপরিকল্পিত বাঁধ নির্মাণ হয়ে থাকে তবে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান পাউবো’র এই কর্মকর্তা।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর।