টানা বর্ষণে পাহাড়ধসের শংকায় দিন কাটাচ্ছেন বসবাসকারীরা
- আপডেট সময় : ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৮৫১ বার পড়া হয়েছে
টানা বর্ষনের ফলে আতংকে থাকেন খাগড়াছড়ির পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে বসবাস করতে হয় তাদের। খাগড়াছড়ি সদরে ৩ থেকে সাড়ে ৩ হাজার পরিবারসহ পুরো জেলায় প্রায় ৩৫-৩৬ হাজার পরিবার কষ্ট আর ঝুকি নিয়ে পাহাড়ে বসবাস করেন। টানা বর্ষনে পাহাড়ধসের শংকায় দিন কাটাচ্ছেন বসবাসকারীদের।
প্রতি বছর বর্ষা এলেই টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে ঘটে ছোট বড় পাহাড় ধসের ঘটনা। এই কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে ছোটবড় পাহাড় ধসের ঘটনা ঘটনা ঘটেছে। বড়ধরনের দুর্ঘটনা না ঘটলেও পরিবার পরিজন নিয়ে কষ্টে আছেন পাহাড়ে বসবাসকারীরা। বিশেষ করে জেলা শহরের শালবন-খাগড়াপুর, কুমিল্লা টিলা, সবুজবাগ এলাকায় এসব দুঘর্টনা ঘটে। বৃষ্টি বাড়লে ঘটে ছোট বড় পাহাড় ধসের ঘটনা। স্থানীয়রা বলছে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সর্তক থাকার পাশাপাশি ভারী বর্ষণের সময় অন্যত্র সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। তাদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়া হয়েছে।
টানা বৃষ্টির কারণে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে ও আশ্রয় কেন্দ্রে মাইকিং করে যেতে বলা হয়েছে। এছাড়া বৃষ্টি কারণে সমস্ত ডিপার্টমেন্টেন ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক, জানান খাগড়াছড়ি জেলায় ১০০ টি করে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পৌর এলাকায় ৩০টি ঝুঁকি পূর্ণ স্থানে ৩ হাজার ৫’শ পরিবারসহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় ৩৫-৬৬ হাজার পরিবার বলে জানায় প্রশাসন।