টানা বৃষ্টিতে বরগুনায় তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর তরমুজ ক্ষেত
- আপডেট সময় : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
বরগুনায় টানা কয়েক দিনের হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর তরমুজের ক্ষেত। সঙ্গে শিলা বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে পানিতে তলিয়ে যাওয়ায় সর্বশান্ত হতে চলছে হাজারো কৃষক। গাছ ও তরমুজ পঁচে অন্তত কয়েকশত কোটি টাকার লোকসানের আশঙ্কায় চাষীরা। কৃষি অধিদপ্তর বলছে, ব্যাপক ক্ষতি কমাতে চেষ্টা চালাচ্ছেন তারা।
কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বরগুনার ছয় উপজেলায় তরমুজের ক্ষেত। ভারী বর্ষণে প্রায় ১১ হাজার হেক্টর জমির তরমুজ নষ্ট হতে চলেছে। একদিকে বৃষ্টির পানিতে ফসলি ক্ষেত ভরে যাচ্ছে, আর অন্যদিকে পানি সেচে শেষ রক্ষার চেষ্টা করছেন কৃষকরা।
চাষীদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে প্রায় শতকোটি টাকার তরমুজ নষ্ট হতে পারে। এদিকে প্লাবিত ফসলি ক্ষেত ও শিলা বৃষ্টিতে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা।
এ বছর ২০ হাজার হেক্টরের বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে, আর ২ হাজার ৫’শ কোটি টাকা বিক্রির আশা ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।