টানা ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
- আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
টানা ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেট মহানগরী ও জেলাজুড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ।
মহানগরীর বিভিন্ন এলাকায় নতুন করে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢোকায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে বানভাসিরা।
কর্তপক্ষ বলছে, সিলেট শহর রক্ষা বাঁধ ও নদীতে বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব নয়।
অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে আবারো বাড়তে শুরু করেছে সিলেটের বেশিরভাগ নদীর পানি। কোথাও কোথাও বিপদসীমা অতিক্রমের যোগাড় হয়েছে। আবারো জলমগ্ন হয়ে পড়েছে সিলেট মহানগরীর বেশিরভাগ এলাকা।
উপশহর, তালতালা, তেররতন, মির্জাজাঙ্গাল,তালতলা, পশ্চিমজল্লার পাড়, শেখঘাট, কালিঘাট ও জামতলাসহ অনেক এলাকার ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। ফের দুর্ভোগে পড়েছেন বাসিন্দাদের।
২ সপ্তাহ ধরে পানির নিচে সিলেটের ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও জুড়ী শহর।
সিলেটের কানাইঘাটে ১১৫ মিলিমিটার ও সিলেটে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সিলেটের পাশাপাশি উজানেও বৃষ্টিপাত হচ্ছে। ফলে আবারো বাড়ছে সিলেট ও মৌলভীবাজারের বেশিরভাগ নদনদীর পানি।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার পানিতে এখনো নিম্নাঞ্চল ডুবে আছে।
৩য় দফা বন্যায় সিলেটের বেশিরভাগ জেলা এবং মৌলভীবাজারের ৫ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে আছে।
নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সিলেটের বানভাসি মানুষের মধ্যে।
অল্প বৃষ্টিতেই নগরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সব জলাধার পানিতে টুইটুম্বুর।
শহররক্ষা বাঁধ নির্মাণসহ প্রকল্প গুলো বাস্তবায়িত হলে এ সমস্যা থাকবে না বলে জানিয়েন সিলেট সিটি করপোরেশনের এই তত্বাবধায়ক প্রকৌশলী।
সিলেট ও মৌলভীবাজারের বানভাসীদের দুর্ভোগ কমাতে আপাতত নির্ভর করে থাকতে হচ্ছে আবহাওয়ার ওপর।
অতি বৃষ্টি কমে এলেই ভোগান্তি থেকে মুক্তি পাবে বানভাসীরা।